সময়ের বহমান নদীতে আমাদের জীবন একটি ভেলার মত। শত অনুকূল আর প্রতিকূলতার মাঝ দিয়ে সামনে এগিয়ে যেতে হয়। কখনো কখনো নিজের ফেলে আসা সময়কে বর্তমানের কাছে হার মানাতে হয়। নতুন বছর আমাদের কাছে সেই বর্তমান সময়টি। সন্ন্যাসী গৌর গোপাল সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে শুনিয়েছেন অনুপ্রেরণামূলক বাণী।
নিজের অতীতকে পরাজিত করতে স্বভাবতই আমাদের কিছু দিক নির্দেশনার প্রয়োজন হয়। আর এই বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত লাইফ কোচ, স্পিকার ও সন্ন্যাসী গৌর গোপাল দাস।
জীবন সম্পর্কে সন্ন্যাসী গৌর গোপাল দাসের দর্শনটি কেমন?
চলুন জানা যাক সন্ন্যাসী গৌর গোপাল দাসের নিজের মুখেই-
আমাদের জীবনে চারটি জিনিস আমরা কখনো ফিরে পাই না। এগুলো হলোঃ
১. একটা পাথর কোনো দিকে ছুড়ে মারলে
২. যে কথা আমরা বলে ফেলি
৩. যে সুযোগ আমরা হারিয়ে ফেলি
৪. এবং যে সময়টা চলে যায়।

মানুষের গড় আয়ু হিসেব করে বলা যায়, একজন মানুষ ৭০ বছর পৃথিবীতে বাঁচে। ৭০ কে ১২ দিয়ে গুণ করলে ফলাফল দাঁড়ায় ৮৪০. তার মানে ৮৪০ মাস আমাদেরকে পৃথিবীতে বেচে থাকতে হবে।
আমাদের জীবনকে একটা বয়ামের সাথে এবং ঐ ৮৪০ মাসকে একেকটি মার্বেলের সাথে তুলনা করলে, দেখা যাবে, একটি বয়ামে ৮৪০টি মার্বেল আছে।
প্রতিবছর এই বয়াম থেকে ১২ টি মার্বেল বাইরে ফেলে দেওয়া হয়। গত বছরও ১২ টি মার্বেল এভাবেই ফেলে দেওয়া হয়েছে। সেগুলো চিরতরে হারিয়ে গেছে, আর ফিরে আসবে না।
এখন হিসেব করুন, ভিন্ন কিছু করতে; নিজ পদচিহ্ন ফেলতে; নিজেকে আলাদা করে উপস্থাপন করতে আপনার কয়টি মার্বেল বাকি আছে।
সময়কে সঠিকভাবে ব্যবহার করুন। সময় আপনাকে এর যথার্থ মূল্য দেয়ার মাধ্যমে ভালো থাকার একটি সামগ্রিক অনুভূতি দিবে।
নিজেকে আবিষ্কার করতে সময় দিচ্ছেন তো?
উসাইন বোল্ট তিনটি অলিম্পিকে আটটি স্বর্ণ জিতেছেন এবং তার বর্তমান নিট মূল্য ৬০ মিলিয়ন ডলারের মত। আপনি কি জানেন, তিনি অলিম্পিকের ঐ ট্র্যাকগুলোতে কত সময় দৌড়িয়েছেন?
সবমিলিয়ে ২ মিনিটেরও কম।
হ্যাঁ আপনি ঠিক শুনছেন, ২ মিনিটেরও কম।
এই দুই মিনিট তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এবং তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে। কিন্তু ঐ দুই মিনিটকে মূল্যবান করতে উসাইন ২০ বছরেরও বেশি সময় কঠোরে অনুশীলনে ব্যয় করেছেন।

সময় থাকতে নিজের শরীরের যত্নে সময় ব্যয় করুন। নিজের সম্পর্কগুলো যত্ন করে লালন পালনের জন্যে সময় ব্যয় করুন। নিজের উদ্দেশ্য, নিজের প্যাশন, নিজের পেশা আবিষ্কার করতে সময় ব্যয় করুন, যেন আপনার পেশাগত উন্নতি হয়।
একটি অর্থবহ, গভীর আত্মিক সংযোগ অন্বেষণ ও উন্নত করতে সময় দিন। এগুলোর মধ্যে কোনটিতে গত বছর কেন আটকে গিয়েছিলেন, সে কারণ সমাধানের জন্যেও সময় দিন।
একটি নতুন বছর রিফ্রেশ বাটনে চাপ দেয়ার জন্যে নতুন সুযোগ দেয়।
নিজের জীবনের পেজকে রিফ্রেশ করুন এবং ভালো করে বাঁচুন।
কারণ মনে রাখবেন দিনের শেষে আমাদের প্রত্যকের জীবন একটা গল্প এবং নিজের গল্পটিকে একটি অনুপ্রেরণার গল্প হিসেবে তৈরী করুন।
Leave a Reply