মনীষী স্বামী বিবেকানন্দ মানুষের জীবনের সবচেয়ে অন্ধকার এবং নেতিবাচক দিকগুলোকে গুরুত্ব দিয়ে জীবনে সাফল্যে লাভের জন্য আলোর পর্দাটা তুলে দিতে সচেষ্ট ছিলেন সবসময়। তিনি কাজ করেছেন মানুষের জন্য, মানুষের কল্যানের জন্য। ১২ই জানুয়ারি তার জন্ম। জন্মদিন উপলক্ষ্যে স্বামী বিবেকানন্দের সেরা ১০টি অমর বানী নিয়ে অভিযাত্রী স্বপ্নবাজ পাতার আজকের আয়োজন।
তার এই দর্শনগুলো মানুষের জীবনে যেমন সাফল্যে লাভের সঠিক পথ দেখিয়ে দেয়, তেমনি মানুষের জন্য কাজ করার কথা বলে। জীবনে অনুপ্রেরণার জন্য অবশ্যই স্বামী বিবেকানন্দের দেওয়া এই কথাগুলো মেনে চলুন।
স্বামী বিবেকানন্দের বানীঃ ১০টি অমর কথা
১. যারা নিজেদের নিয়ে হীনমন্যতায় থাকে তাদের জন্য তিনি বলেছেন,
নিজেকে দুর্বল মনে করা সবথেকে বড় পাপ।
২. একাধিক কাজ একসাথে না করা প্রসঙ্গে-
একই সময়ে একটি কাজ করুন, আর সেটা করার সময় নিজের সবটুকু উজাড় করে দিন।
৩. বাঁধা নিয়ে স্বামী বিবেকানন্দ বলেছেন-
যদি কখনো কোন কাজে আপনার সামান্য কোন সমস্যা বা বাঁধা না আসে, তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে, আপনি ভুল পথে হাঁটছেন।
৪. অন্যদের উপর নির্ভরশীলতা নিয়ে-
অন্য কারোর জন্য অপেক্ষা করবেন না, আপনি যা করতে পারেন সেটাই করুন। কিন্তু অন্যের উপর আশা করবেন না।
৫. সমাজের দায়বদ্ধতা নিয়ে বিবেকানন্দের বক্তব্য-
সমাজ অপরাধীদের কারণে খারাপ হয়না বরং ভালো মানুষদের নীরবতার জন্যই খারাপ হয়।
৬. নারীর অবস্থান নিয়ে স্বামী বিবেকানন্দের বানী-
একটি রাষ্ট্রের অগ্রগতি বোঝার সবচেয়ে ভাল উপায় হচ্ছে সেই রাষ্ট্রে নারীর অবস্থান সম্পর্কে জানা।
৭. পরিকল্পনা করার আগে-
কখনো হুট করেই বড় পরিকল্পনা করে বসবেন না। আগে শুরু করে ভিত্তি নির্মাণ করুন তারপর ধীরে ধীরে একে প্রসারিত করুন।
৮. মানুষের দুর্বলতা নিয়ে কথা না বলা প্রসঙ্গে-
মানুষকে সবসময় তার দুর্বলতার বিষয় নিয়ে বলে সমস্যার প্রতিকার করা যায় না। বরং তার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়াটাই প্রতিকারের উপায়। তার মধ্যে যে শক্তি আছে আগে সেটাই স্মরণ করিয়ে দিন।
৯. অন্যের সমালোচনা নিয়ে যা বলেছেন স্বামী বিবেকানন্দের-
লোকজন আপনার সম্পর্কে যা ভাবছে সেটা তাদের ভাবতে দিন। শুধু আপনি নিজের লক্ষ্যে দৃঢ় থাকুন। একদিন সেই লোকজনই আপনার পায়ের কাছে আসবে।
১০. ঝুঁকি নেওয়া নিয়ে স্বামী বিবেকানন্দের বানী-
ঝুঁকি নিন, যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব দিবেন, আর হারলে অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন।
সম্পূর্ণ লেখাটি ভিডিও আকারে দেখুন
স্বামী বিবেকানন্দের বানীগুলো
আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান।
অভিযাত্রীতে স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে একটি চমৎকার লেখা আছে আপনাদের জন্য। লেখাটি পড়ুন।
সফলদের সেরা বানী বা উক্তি নিয়ে অভিযাত্রীতে আরও লেখা পড়ুন:
Leave a Reply