সমস্যা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য বিখ্যাতদের ১০টি উক্তি
সাফল্যের কোনো সহজ পথ নেই। জীবনে সাফল্য অর্জন করতে হলে দীর্ঘদিনের পরিশ্রম আর চেষ্টার পাশাপাশি থাকতে হয় অসীম সাহস এবং দৃঢ় মনোভাব। কারণ সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে হলে বিভিন্ন বাঁধা জয় করেই সামনে এগিয়ে যেতে হয়।
ভালো-মন্দ, সুখ-দুঃখ এবং সংগ্রাম নিয়েই জীবন পরিপূর্ণ। যা কখনো কখনো আপনার স্থিতিস্থাপকতা এবং সততার পরীক্ষা নেয়। ফলে আপনাকে বিভিন্ন ধরণের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। যা আপনাকে মানসিকভাবে আরো শক্তিশালী করে তোলে।
কিন্তু এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে গিয়ে হতাশা, ব্যর্থতা এবং গ্লানির তিক্ত অনুভূতিগুলো প্রায়ই আমাদের ঘিরে ধরে। তখন ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের প্রয়োজন হয় সামান্য অনুপ্রেরণার।
এক্ষেত্রে বিভিন্ন সময়ে বিখ্যাত ব্যক্তিদের বলে যাওয়া উপদেশমূলক বাণীগুলো আমাদের মনে যথেষ্ট অনুপ্রেরণা যোগায় এবং একই সাথে আমাদের চিন্তাভাবনাকে আরো উন্নত করে তোলে। এমনই ১০টি অনুপ্রেরণামূলক উক্তি নিয়েই আমাদের আজকের আয়োজন। আশা করি এই অনুপ্রেরণামূলক উক্তিগুলো আপনাকে সাহায্য করবে সকল বাঁধা, ভয়, জড়তা এবং হতাশা কাটিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে।
১. সফলতার মাপকাঠি
সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখ হল সফলতার চাবিকাঠি।
আপনার কাজকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন অর্থাৎ আপনি যদি নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকেন তবে আপনি অবশ্যই সফল হবেন।
২. এটা করা অসম্ভব
কোনো কিছু করার আগ পর্যন্ত সবসময়ই সেটা অসম্ভব বলে মনে হয়।
৩. তোমার ক্ষমতা
অতীতকে পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু ভবিষ্যৎ এখনো তোমার হাতে।
– unknown
৪. দুর্দমনীয় তুমি
যদি তোমার লক্ষ্য যথেষ্ট দৃঢ় হয়, তাহলে ব্যর্থতা কখনো তোমাকে দমিয়ে রাখতে পারবে না।
–অগ মান্ডিনো
৫. নতুনত্ব
নতুন দিনই নতুন শক্তি এবং নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়।
৬. বিশ্বাস এবং আত্মবিশ্বাস
আশাবাদীতা হল এক ধরণের বিশ্বাস যা মানুষকে সাফল্যের দিকে পরিচালিত করে। আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্ভব নয়।
৭. জীবন পরিবর্তন করতে চাইলে
আজই তোমার জীবনকে পরিবর্তন করো। তোমার ভবিষ্যৎ কে অনিশ্চয়তার দিকে ঠেলে দিও না। দেরি না করে এখন ই কাজ শুরু করো।
৮. চেষ্টা করা
আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি, কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।
বিখ্যাত মনীষীদের এই ১০টি বাণী নিয়ে ভিডিও দেখুন
৯. জীবন ও স্বপ্ন
স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। কারণ স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।
১০. নিজেই নিজের শক্তি
একমাত্র আমিই আমার জীবনকে পরিবর্তন করতে পারি। অন্য কেউ ই আমার জন্য এটা করবে না।
এই ১০টি অনুপ্রেরণামূলক বাণীর মধ্যে কোন উক্তিটি আপনার ভালো লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি ইতোমধ্যে হতাশা কাটিয়ে আপনার লক্ষ্য অর্জনে সফল হয়ে থাকেন, তাহলে আপনার সফল হওয়ার গল্পটি শেয়ার করতে পারেন আমাদের সাথে।
Leave a Reply