ইগো এবং ইগোর প্রভাব: আপনার বন্ধু নাকি শত্রু?
ইগো। বর্তমান সময়ে আলোচিত শব্দগুলোর একটি। নিজেকে বেশি গুরুত্ব দিয়ে অতিরিক্ত আত্মমর্যাদার একটি স্তর ইগো। অস্ট্রেলিয়ান সাইক্রিয়াটিস্ট সিগমুন্ড ফ্রয়েড সর্বপ্রথম ইগো শব্দটি দ্বারা মানুষের মানসিক অবস্থার এই স্তরকে মানবজাতির কাছে উন্মুক্ত করেন।
তিনি আইডি-ইগো-সুপারইগো এই তিনটি বিষয় নিয়ে একটি মডেল উপস্থাপন করেন। নিজেকে অন্যের থেকে ডিফেন্ড করা, বিচারের অক্ষমতা, কম সহ্যক্ষমতা, বাস্তবতার থেকে দূরে থাকা এবং কৃত্রিমতায় ডুবে থাকা এসবকে ইগোর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন তিনি।
অন্যদিকে, Ego শব্দটি ল্যাটিন ভাষায় লেখা হয় Igo হিসেবে। Igo কে ভাঙলে আমরা পাই I ও Go. এই কথাটি বলার কারণ, ইগো এমন একটি বিষয় যা আপনাকে আপনার দুনিয়া থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়।
এছাড়াও ইগো আপনার কাছের মানুষের সাথে আপনার একটা দূরত্ব তৈরী করে দেয়। যুক্তরাজ্যের প্রায় সহস্রাধিক মানুষের উপর করা এক রিসার্চে দেখা যায়, পরিবার থেকে আলাদা হয়ে যাবার পেছনে মোক্ষম ভূমিকা পালন করে ইগোকেন্দ্রিক ব্যবহার।
আজ অভিযাত্রী আপনাকে জানাবে ইগো নিয়ে ৩৫টি উক্তি। এসব উক্তি শুধু আপনাকে ইগো সম্পর্কে বিস্তারিতই জানাবে না বরং ইগোর প্রভাব নিয়েও আপনাকে জানাবে।
বিখ্যাতদের এসব উক্তির মাধ্যমে ইগোকে নিজের নিয়ন্ত্রণে আনতে পুরো লেখাটি পড়ার অনুরোধ রইলো।
ইগো আর ভালোবাসার পার্থক্য
ইগো বিচার করে এবং শাস্তি দেয় আর ভালোবাসা ক্ষমা করে এবং ক্ষত সারিয়ে তোলে।
-প্রবাদ
কিভাবে সূত্রপাত হয়
যদি কেউ আপনাকে সংশোধন করে দেয়, আপনি ক্ষুব্ধ হয়ে যান। আর তারপর শুরু হয় আপনার ইগো সমস্যা।
–নোমান আলী খান
নিজেকে আলাদা করার বড় কারণ
এটা কি আপনি নাকি আপনার ইগো।
–প্রবাদ
ইগো ও দূরত্ব
বড় মাপের ইগো বড় রকম দূরত্ব্বের ঢাল।
–ডায়েনা ব্ল্যাক
ইগো ও সফলতা
কম ইগো মানে বেশি মহত্ব। কম কথা বলুন, বেশি কাজ করুন।
কম কটু হোন, বেশি বিনীত হন। কম ভয় পান, বেশি করে জিতুন।
-প্রবাদ
ইগো কতটা নিচ ধরণের মনোভাব?
যখন আমার উত্থান হয় তখন আমি “ইগো” নামের একটু কুকুরকে অনুসরণ করি।
-ফ্রেডরিক নিচা
ইগো গ্রহীতা না দাতা?
ভালোবাসা তখন খুশি হয়ে যায় যখন এটি আমাদের কিছু দেয়।
আর ইগো খুশি হয়ে যায় যখন এটি আমাদের কাছ থেকে কিছু নিয়ে যায়।
-অশো
ইগো ও আত্মা
ইগো মানুষের ভেতরের আত্মাকে স্পটলাইটের মত করে তুলে ধরে।
-জন ব্রাডশো
ইগোর সাথে আপনার সম্পর্ক
তোমার ইগো তোমার আত্মার সবচেয়ে বড় শত্রু।
-রাস্টি ইরিক
মানবজাতিতে ইগোর প্রভাব
মানব জাতির সবচেয়ে বড় শত্রু ইগো।
–প্রবাদ
ভুল বোঝাবুঝি ও ইগো
যখন ভুল বোঝাবুঝি বাড়ছে তখন ইগো ছেটে ফেলুন।
-প্রবাদ
ইগো কি আত্মার ফিল্টার?
আত্নাকে পরিশুদ্ধ করতে কাজ করুন, ইগো নয়। ভালো থাকবেন।
ইগোকে রাখবেন নাকি ফেলে দিবেন?
ইগোকে যেতে দিন।
-প্রবাদ
ট্যালেন্ট নাকি ইগো?
খুব বেশি ইগো আমাদের ট্যালেন্টকে নষ্ট করে।
-প্রবাদ
ইগো কোথায় বাধা হয়?
কোন কিছু অর্জন করার জন্যে ইগোই একমাত্র সবচেয়ে বড় বাধা।
-রিচার্ড রোজ
ইগো পরিবারের উপর যে প্রভাব ফেলে
ইগোকে দরজায় ফেলে দিন, ঘরে প্রবেশ করতে দিবেন না।
-প্রবাদ
জ্ঞান ও ইগোর মধ্যে সম্পর্ক
বেশি জ্ঞানে ইগো কম হয়, কম জ্ঞানে ইগো বেশি।
-আলবার্ট আইনস্টাইন
কি ইগোকে শক্তিশালী করে?
“অভিযোগ” ইগোকে শক্তিশালী করার জন্যে সবচেয়ে জনপ্রিয় কৌশল।
-ইকার্ট টলে
ইগো ও উদ্দীপনা
ইহো বলে, “আমি গতকালের মতই রেগে আছি”। উদ্দীপনা বলে, “নতুন দিন, নতুন আচরণ, প্রয়োজন।
-প্রবাদ
ইগো মানেই কি আত্মবিশ্বাস?
ইগো ছাড়া আত্মবিশ্বাসী হোন।
-প্রবাদ
অন্যের ইগোকে আপনার উপর যেভাবে নিয়ন্ত্রণ করবেন
অন্যের ইগোকে নিজের ইমোশনকে মারতে দিবেন না। ইতিবাচক থাকুন। নেতিবাচক শক্তি গ্রহণ করবেন না।
-প্রবাদ
মোকাবিলা করার উপায়
ইগোকে আয়ত্ত করুন, জয় করুন।
-আঞ্জেলিক হোপস
সৃষ্টিকর্তা কি ইগো পছন্দ করেন?
হয় আপনি সৃষ্টিকর্তার কাছে নিমন্ত্রিত হোন, নাহয় ইগোর কাছে জিম্মি থাকুন। এটা আপনার আহবান নির্ভর।
-ওয়্যান ড্যায়ের
ইগোকেন্দ্রিকতার ফল
আত্মিক উৎকর্ষতা আপনার অনমনীয় ইগোকেন্দ্রিক কার্যকলাপকে অন্যকে এবং নিজেকে নেওয়ার ক্ষমতাতে রূপান্তরিত করে। -ল্যান নামকা
ইগো আর দৃষ্টিভঙ্গি যেভাবে জড়িত
ইগো আমাদের চোখের ধূলার মত। এটাকে পরিষ্কার না করা পর্যন্ত আমরা কিছুকে দেখতে পাই না।
তাই ইগো পরিষ্কার করে পৃথিবীকে দেখুন।
–প্রবাদ
অনুভূতি না ইগো?
ইগো আপনার অনুভূতিকে বিঘ্ন ঘটায়।
-ড্যানিয়েল লা পোর্তে
যে কারণে আপনি সফল হতে পারছেন না- জানতে ক্লিক করুন
ইগো কে?
ইগো তার নিজের ঘরেরই কর্তা না।
-সিগমুন্ড ফ্রয়েড
ইগো আমাদের উদ্দীপনায় যেভাবে কাজ করে
ইগো সবসময় এমনকিছু উদ্দীপনা খোঁজে যা দ্বারা আপনি আপনার কি আছে তা দেখতে পারেন।
-ম্যারিন উইলিয়ামসন
এটি কি কান্নার কারণ?
বড় ইগোর অশ্রু কম।
-রবার্ট শুলার
ইগো আর অন্তর
অন্তর থেকে বড় কিছু ভাবুন, ইগো নয়।
-প্রবাদ
ইগো কি এবং কখন শক্তিশালী হয়ে উঠে?
ইগো, আর যাই হোক, এটার আপনার সত্যিকার পরিচয় নয়। ইগো সামাজিক মুখেশের আড়ালে থাকা আপনার এমন এক প্রতিচ্ছবি যা আপনি পালন করেন। সামাজিক মুখোশ অনুমোদন পেলে শক্তিশালী হয়ে উঠে। এটা ভয়ে থাকে। তাই শক্তি দ্বারা নিয়ন্ত্রিত থাকতে চায় এবং টেকসই হতে চায়।
-রাম ড্যাস
ইগো ছাড়ার উপায় কি?
যেই মূহুর্তে আপনি আপনার ভেতরের ইগো সম্পর্কে সচেতন হয়ে যান, তখন সেটা আর ইগো থাকে না।
কিন্তু পুরোনো অভ্যাসের কারনে তা আপনার মনে বিড়বিড় করে। ইগোর মানে অসচেতনতা। সচেতনতা আর ইগো একসাথে থাকতে পারে না।
-ইকার্ট টলে
ইগোর অবস্থান কোথায়?
ইগো থাকে আত্মার উপরে।
-প্রবাদ
ভালোবাসায় ইগো থাকে?
যখন আপনি ভালোবাসায় আচ্ছাদিত থাকেন, তখন ইগো ফ্যাকাসে হয়ে যায়। কিন্তু আপনি ভাবেন না, আপনি ভালোবাসায় আছেন। এটা অনেকটা সুর্যের আলোর মত। সে দ্যুতি ছড়ায় কিন্তু নিজেই জানে না।
-রাম ড্যাস
আত্মা কখন জাগে?
যখন ইগো মরা যায়, আত্মা জেগে উঠে।
-মাহাত্মা গান্ধী
Leave a Reply