ভেবো না কখনো এই খাপে তরবারি আছে | স.ম. শামসুল আলম

স.ম. শামসুল আলমের কবিতা

স.ম. শামসুল আলমের কবিতা:

কবি স.ম. শামসুল আলমের তিনটি কবিতা


না উপরে না নিচেয়


না উপরে না নিচেয়
মাঝামাঝি ঝুলে আছি কোনো এক ভুল শূন্যতায়
মাধ্যাকর্ষণ সকল শক্তিও বিফল
টানতে পারে না কোনোদিকে
না উপরে না নিচেয়
ঝুলে আছি ঝুল ছাড়া আজন্ম আঁধারে
ব্যর্থতার গ্লানি মেখে পরিশুদ্ধ জীবন করেছি অশুদ্ধ অশুচি
কোথাও পারি না যেতে নিজের চেষ্টায়
না উপরে না নিচেয়
শূন্যতা আসন ছেড়ে ভালোবাসা আঁকড়ে ধরা যায় না
পরিত্যক্ত ঠিকানাও বসবাস উপযোগী নয়
অহোরাত্র ক্রন্দনের বাদ্যযন্ত্রে ভিন্ন সুর শুনি
একেবারে সকরুণ একেবারে হৃদস্পর্শ
না উপরে না নিচেয়
সর্বদা সচল যন্ত্র অনবরত শুনিয়ে চলে মাতৃধ্বনি
এই স্থান থেকে কোনোদিন কোনোভাবে
কোথাও যেতে পারব না
না উপরে না নিচেয়
যত প্রযুক্তি সম্মুখে আসুক অথবা স্বয়ং স্টিফেন হকিং আসুন
হুইল চেয়ারে মহাকাশযানে অথবা নতুন জলযানে
যদি আরেকজন নিউটনও আবিষ্কৃত হয় আমাকে আবিষ্কারের জন্য
আমার অবস্থান থেকে আমাকে টলাতে পারবে না
না উপরে না নিচেয়
আমি আছি কোনো এক ভুল শূন্যতায়
বিল গেটস-এর সমুদয় অর্থ-সম্পদ ব্যয় করেও
এমন কোনো বৈজ্ঞানিক সূত্র আবিষ্কার সম্ভব নয়
যে শূন্যতা থেকে কোনো মানুষ স্থানান্তরিত হতে পারে
না উপরে না নিচেয়।


ভেবো না কখনো
এই খাপে তরবারি আছে


অনেক দৈন্যতা নিয়ে জরাজীর্ণ সৈন্যশিবিরে আছি
বেঁচে থাকা মানে যুদ্ধ তুমি তো জানোই
আকাশ-পাতাল ভেবে লাভ নেই
কিছু কিছু সঞ্চয় সংসর্গ উপেক্ষিত
আমার অস্তিত্ব প্রাণ খাঁজে খাঁজে সাজানো গোছানো
প্রতি খাঁজই সমগ্র সশস্ত্র
তুমি তো জানোই দখলদারিত্ব কত জরুরি বিষয়
আজকাল জবরদস্তিও হালাল হিসেবে গণ্য
কিন্তু আমি অত ভীরু নই
ভীরু এবং কাপুরুষ অথবা অভাবগ্রস্থ লোকের কাজ
আমাকে দিয়ে হবে না
আমি হৃদয়ের করতলে ভালোবাসা জমা রাখি
আমার প্রাণের খাঁজে খাঁজে প্রেম-অস্ত্র
আমার কোমরে গাঁথা সম্রাজ্যের খাপ
ভেবো না কখনো
এই খাপে তরবারি আছে।


দেশ


ছিপি আঁটা শিশি পোড়ে, ভালোবাসা দগ্ধ
ডানাহারা অন্ধ চিল ওড়ে, নীল চেনে
বিরোধ বিরুদ্ধে যারা, তারা বেশি দ্বন্দ্বে
শীত নয়, শেয়ালের ভয়ে কাঁপে বাঘ

সিল্ক থেকে সুতো দামি, পলিস্টার তাঁতে
ভাতে মরা জাতভাই ফোঁসে, ঝরে ঘাম
আমাদের বদসঙ্গ কে করে হজম
ভরা নদী, মরা বুক, কত অনুরাগ

কষ্ট-রক্ত জমে, শিরা শীতল বরফ
কাকে নিয়ে বাস করি ভাঙা চালা ঘরে
শত্রু পুষি, জানে বিশ্ব, জাতিসংঘ হাসে
স্বাক্ষরিত চুক্তিপত্র ভেজা, বৃষ্টি-ঝড়ে

শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে মানহানীও
এখানে পরিবেশন দুর্গন্ধ পানীয়।


স.ম. শামসুল আলমের কবিতা

কেমন লেগেছে কমেন্টে জানান।

স.ম. শামসুল আলমের প্রকাশিত বইসমূহ।


আরও কবিতা পড়ুন:

সারাজাত সৌমের কবিতা

সমীর আহমেদের কবিতা

সাদী শাশ্বতের একগুচ্ছ কবিতা

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top