প্রেমপর্ব | সমীর আহমেদের কবিতা

সমীর আহমেদের কবিতা

অভিযাত্রী সাহিত্য পাতায় কবি সমীর আহমেদের কবিতা

প্রেমপর্ব


৭২

একটি প্রলম্বিত বিকাল শুয়ে আছে দীঘির শান্ত জলে,

সমাগত সন্ধ্যার প্রগাঢ় অন্ধকারে উঠবে জ্বলে অন্ধ পেঁচার

চোখ। দূরে নির্জন প্রান্তরের বেদনা নিয়ে চুপ করে বসে

আছে বিষণ্ণ বাতাস। যে-কোনো সময় সে তুলে দেবে দীঘির

শান্ত জলে নিঃসঙ্গ ঢেউ। জলের কল্লোলের কাছে জমা রেখে

অমীমাংসিত বিয়োগ ফল, ভেঙে পড়বে আজ এই অপসৃয়মান

বিকালের ছায়া।

৭৩

জলের কোলাহল পেছনে ফেলে উড়ে গেছে

স্বপ্নের সারস, ভাঙা আধখানা জোছনার দিকে।

ফেরেনি সে আর। বকুলতলার অন্ধকারে মিশে

আছে তার ছায়া। জোনাকিরা সারারাত মিটি মিটি

আলো জ্বেলে ক্লান্ত। ঝরা বকুলের গায়ে সকালের

শিশিরের মতোন জমে আছে কিছু অভিমান।

৭৪

একটি প্রগাঢ় অন্ধকার বৃত্তে বার বার ঘুরছি আমরা, কোথাও তো

আলো নেই। আমাদের ব্যর্থ চিৎকারগুলো মিশে যাচ্ছে সীমাহীন

শূন্যতায়। অন্ধত্বের মশাল জ্বেলে বেরিয়ে যাচ্ছে মৃতদের মিছিল,

আরেক অন্ধকার বলয়ের দিকে। তাদের ছায়ার দীর্ঘশ্বাসের তরবারিতে

নিহত ফুলের সুবাস -অনাবৃত লাশ এখন অনাদরে পড়ে আছে নাকের

ডোমঘরে।

কবি সমীর আহমেদের কবিতা 

কেমন লেগেছে তা কমেন্ট করে জানান।

আরও কবিতা পড়ুন: 

সাদী শাশ্বতের একগুচ্ছ কবিতা

তমিজ উদ্‌দীন লোদীর তিনটি কবিতা

মাহমুদুল হাসান ফেরদৌসের তিনটি কবিতা

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top