কবি ওবায়েদ আকাশের তিনটি কবিতা | কবিতাগুচ্ছ
ঘোড়া ও শেকল নির্মাতা
ছোট্টবেলায় যাদের শেকল বানাতে দেখেছি
তারা কেউ শেকলটা ব্যবহার করেনি কখনো
যাদের ঘোড়ার গাড়ি ছিল তারা শেকল বানাতে জানত না, যারা
শেকল বানাতো- তাদের ঘোড়ার গাড়িই ছিল না
আমরা শেকল বানানো এবং
দুরন্ত ঘোড়ার গলায় শেকল পরিয়ে গাড়ি চালানো- দুটোই
উপভোগ করতাম বহুদিন
আর মনে মনে ভাবতাম- ঘোড়া
সে যতই দুর্দান্ত আর শক্তিশালী হোক না
ন্যুব্জ প্রাচীন দুর্বল যে বৃদ্ধটি শেকল বানাচ্ছে, তার
কৌশলের কাছে ঘোড়াটির দুরন্তপনার কোনোই মূল্য নেই
নিতান্ত লাগামের টানে পরাজিত দুর্বিনীত সব ঘোড়া
শেষদিনব্যাপী শেকলকেই প্রতিপক্ষ ভাবে
পাহারাদার
স্টেশন থেকে পাহারা উঠিয়ে যিনি আমাকে বিনা
টিকিটে ট্রেনে ওঠার সুযোগ করে দিলেন, তিনি
আর আমি একই ট্রেনের যাত্রী ছিলাম
তারও আমার মতো টিকিট ছিল না
তিনি যে স্টেশনে নামবেন আমি তার আরও এক স্টেশন পরে
নামবো বলে তাকে নিরাপদে নামিয়ে দিতে পেরেছি
কিন্তু কে তাকে টিকিট ছাড়াই ট্রেনে উঠতে দিয়েছিল!
এ কথা ভাবতেই আমার গন্তব্যের হুইসেল বেজে উঠল
আমি যখন তড়িঘড়ি করে নামতে যাচ্ছি
কয়েকজন পরিচিত মুখ আমার টিকিট চাইতে চাইতে
আমাকে হাত-পা মুড়ে বাঁধতে শুরু করে দিলেন
তাদের মধ্যে কি তিনিই বলেছিলেন
এবার টিকিট দেখিয়ে নিজেকে ছাড়িয়ে নিতে হবে?
অর্থাৎ সেই লোকটি, যিনি আমাকে বিনা টিকিটে
ট্রেনে ওঠার সুযোগ করে দিয়েছিলেন?
প্রেমের গল্প
একটি ত্রিভুজ প্রেমের গল্প আমার মধ্যে দীর্ঘদিন ধরেই
বসবাস করে আসছে
আমি তাকে আবাসযোগ্য ভূমি দিয়েছি
ব্যবহারযোগ্য সামগ্রী দিয়েছি
এবং দিয়েছি নিশ্চিন্ত বসবাসের আস্কারা
দুটি মেয়ে ও একটি ছেলের মধ্যে চতুর্থ জন
আমি আছি বলেই এতদিন ধরে তারা একরকম
ভারসাম্য করে নির্বিঘ্নে বসবাস করে চলেছে
আজকাল মাঝে মাঝেই ওদের কেউ একজন করে
মধ্যরাতে আমার পাশে এসে আরো বেশি গল্প হয়ে উঠতে চায়
আর আমি সাধ্যমতো ওদের মিটমাট করে দিই
গল্পটি যখন ধীরে ধীরে পরিণতির দিকে যাচ্ছে
আমি এক এক করে আমার বাড়িতে
নতুন নতুন প্রেমিক প্রেমিকার আবাসনচিন্তায় ব্যস্ত হয়ে উঠি
একদিন ত্রিভুজ প্রেমের ছেলেটি আমাকে খুন করতে এসে
নিজেই খুন হয়ে যায়
এবং প্রথম মেয়েটি দ্বিতীয় মেয়েটিকে খুন করতে গিয়ে
নিজেকেই খুন করে ফেলে
এই একুশ শতকে এইসব খুনোখুনি আর ভাল লাগে না আমার
তাই এবার সমগ্র বাড়িটাই পৃথিবীতে অগণিত প্রেমের
আবাসন বলে নির্বিঘ্নে ঘোষণা দিয়েছি
যেখানে শুধু প্রেমিক প্রেমিকার সঙ্গে এবং
প্রেমিকা প্রেমিকের সঙ্গে বসবাস করে যাবে
কবি ওবায়েদ আকাশের কবিতাগুচ্ছ কেমন লেগেছে কমেন্ট করে জানান
ওবায়েদ আকাশের বইসমূহ
আরও কবিতা পড়ুন:
নির্জনতার ডাকনাম মৃত্যু | শৌনক দত্তের কবিতা
ভেবো না কখনো এই খাপে তরবারি আছে | স.ম. শামসুল আলম
প্রেমপর্ব | সমীর আহমেদের কবিতা