পৃথিবীখ্যাত দশজন সফল মানুষের অনুপ্রেরণামূলক কিছু উক্তি

বিখ্যাত ব্যক্তিদের উক্তি

অনুপ্রেরণামূলক উক্তি

জীবন কর্ম, সফলতা বা ব্যর্থতা নিয়ে একেকজনের দৃষ্টিভঙ্গি একেকরকম। এর কারণ প্রত্যেকের জীবনের অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন । এই অভিজ্ঞতার আলোকেই মানুষ তার সফলতা বা ব্যর্থতাকে ব্যাখ্যা করে ।

প্রকাশের ধরণ ভিন্ন হলেও একটা জায়গায় কিন্তু সবাই এক। তা হল- স্বপ্ন দেখতে হয় আর সেই স্বপ্নের পেছনে ছুটতে হয় অবিরাম, বাঁধা ও ব্যর্থতার একেকটি দেয়াল ভেঙে দুরন্ত সাহসীর মতো সামনে এগিয়ে যাওয়াই জীবনের প্রকৃত সার্থকতা ।

যারা বড় হয়েছেন, এভাবেই হয়েছেন । যারা ভবিষ্যতে বড় কিছু করতে যাবেন- তাদেরও এই একই পথ অনুসরণ করতে হবে ।

আজকে অভিযাত্রীতে এমন দশজন মানুষের কিছু যুগান্তকারী কথা তুলে ধরবো আপনাদের জন্য ।

১. এ পি জে আবদুল কালাম

পৃথিবীতে কেউ শ্রেষ্ঠ হয়ে জন্মগ্রহণ করে নাএটা একটা প্রক্রিয়াযার মধ্য দিয়ে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান কিংবা একটা জাতি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে

সফলদের একটা স্বপ্ন থাকে।  সেই স্বপ্নের পেছনেই তারা ছোটেআগে থেকেই তারা প্রস্তুত থাকে যেকোনো ঝুঁকি মোকাবিলা করার জন্য। ব্যর্থ হলে তারা ভেঙে পড়ে না।  বরং নতুন উদ্যমে কাজ করে যায়।  নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সংগ্রাম চালিয়ে যায়

তারা কারও সঙ্গে প্রতিযোগিতা করে না। কিন্তু তারা নিজেদের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করে  গতকাল যতটা কাজ করেছে আজ তার চেয়ে বেশি কাজ করে

আর প্রতিজ্ঞা করে, আজ যা কাজ করেছে তার চেয়ে বেশি কাজ করবে আগামীকালতুমিও তা করোএভাবেই শ্রেষ্ঠত্ব আসেএভাবেই স্বপ্ন হয় সত্যি

২. মার্ক জুকারবার্গ

আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিলআর আমি কাজটা ভালোবাসতাম

ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকতজীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়

৩. স্যার উইনস্টন চার্চিল

সাফল্য হচ্ছে উৎসাহউদ্দীপনা ইচ্ছাশক্তিকে বিসর্জন না দিয়ে ব্যর্থতার পর ব্যর্থতার এক একটি সোপান পার হওয়ার সামর্থ্য

৪. মারটিন লুথার কিং

  • যদি উড়তে না পার তবে দৌড়াও
  • যদি দৌড়াতে না পার তবে হাঁটো
  • যদি হাঁটতে না পার তবে হামাগুড়ি দাও
  • যা-ই কর না কেন, মনে রেখ, সামনে এগিয়ে যেতে হবেই

৫. মার্ক টোয়েইন

  • তাদের কাছ থেকে দূরে থাক, যারা তোমার লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখেসংকীর্ণ চিত্তের অধিকারী ব্যক্তিরা সর্বদা তাই করে থাকে। কিন্তু, সত্যিকার মহৎ তারাই, যারা তোমাকেও মহৎ পথের দিকনির্দেশনা প্রদান করে এবং সেই বিশ্বাসের বীজ তোমার মধ্যে বপন করে

৬. স্টিভ জবস

  • তোমার হাতে সময় সীমিত
  • ভিন্ন মানুষের জীবন যাপন করে সেটাকে নষ্ট করো না
  • ভ্রান্ত কোনও বিশ্বাসের বেড়াজালে নিজেকে আটকে ফেলো না। 
  • অন্য মানুষের চিন্তার দ্বারা প্রভাবিত হয়ে নিজের জীবন যাপন করো না
  • অন্য মানুষের মতামতের দ্বারা প্রভাবিত হয়ে তোমার নিজের ভেতরের মানুষটাকে মেরে ফেলো না

৭. ব্রায়ান ট্র্যাসি

সাফল্যের মূল চাবিকাঠি হল, আমরা যা ভয় পাই সেগুলো অপেক্ষা আমরা যা আশা করি সেগুলোর উপর আমাদের সচেতন মনকে প্রতিষ্ঠিত করা

৮. হার্ভি ম্যাকে

  • একজন গড়পড়তার মানুষ কথা বলে
  • একজন ভাল মানুষ ব্যাখ্যা করে
  • একজন উর্ধ্বতন মানুষ কাজ করে দেখায়
  • একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মত করে দেখতে পারে

৯. বিল গেটস

যখন তোমার কাছে অনেক অনেক টাকা থাকবে, তখন তুমি ভুলে যাবে যে তুমি কেআর

যখন তোমার কাছে টাকা থাকবে না, তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে

বিখ্যাত ব্যক্তিদের উক্তি
শেরে বাংলা এ কে ফজলুল হক

১০. শেরে বাংলা এ কে ফজলুল হক

  • আপনি যদি কোন ভালো কাজ করেন তাহলে লোকে আপনার সমালোচনা করবে
  • আম গাছে আম ধরে বলেই লোকে ঢিল মারে
  • ফজলি আম গাছে আরও বেশি করে মারে; শেওড়া গাছে কেউ ঢিল মারে না

দশজন বিখ্যাত মানুষের দর্শটি যুগান্তকারী বক্তব্য শুনলেন ।

আপনার কাছে অভিযাত্রী থেকে প্রশ্ন, এদের মধ্যে কোন লোকটির কথা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে, কমেন্ট করে আমাদের জানান। 

এই দশজন বিখ্যাত ব্যক্তিদের উক্তিগুলো ভিডিও আকারে দেখুন নিচে 

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top