চারটি অনুকাব্য | খন্দকার এনামুল হক

চারটি অনুকাব্য

অভিযাত্রী সাহিত্য-শিল্প পাতায় চারটি অনুকাব্য, লিখেছেন খন্দকার এনামুল হক।

অনুকাব্য-১

তোর যোনিদ্যানে

ফুটেছে লাল গোলাপ

কামনার পদাবলী হাতে

থমকে দাঁড়িয়েছি

অহেতুক বেড়েছে পাপ

অনুকাব্য-২

তোর প্রণয়াভিলাষী প্রতিবিম্বনে

ভেঙেছে পারদ-পরকলার দেয়াল

প্রজ্বালক কটিদেশের ভাঁজে থমকে গেছে

পলাতক তরুণের, তৃষিত পলক

একে একে জেগে উঠছে

রিরংসা আর অসভ্য অনূভূতি

বেলা বয়ে যায়, তুলে নে ঐ আচঁল

হে দেবী, দু’হাত জোড়ে করছি মিনতি

কবি তাসনুভা অরিনের ৭টি কবিতা পড়তে এখানে ক্লিক করুন

অনুকাব্য-৩

ক্যাফেইন মেশানো প্রভাতে

কোথায় সে প্রহেলিকা

বনসাই চোখ থমকে যায়

সুবিশাল অট্টালিকায়

অনুকাব্য-৪

একটা মাঝ বয়সী ঝড়, শরীর জুড়ে

বয়স, সেও থমকে আছে বদ্ধ ঘড়ে

রাতজাগা ভোরের লাশ, ধর্মালয়ের মাঠে

জনশূণ্য জানাযা, গোরস্থানে হায়নার হাহাকার

আজো হয়নি জানা, কে আমি, আমি কার?

জানি না, চেনা পথে, ফেরা হবে কি আর?

ছোটগল্প প্রেমগুলো নদী হয়ে যায় পড়ুন

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top